AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supervisor Protest at Kalighat:  দেড় দশক বাড়েনি বেতন! মমতার বাড়ির সামনে প্রতিবাদের চেষ্টা সুপারভাইজারদের

Supervisor Protest at Kalighat: দেড় দশক বাড়েনি বেতন! মমতার বাড়ির সামনে প্রতিবাদের চেষ্টা সুপারভাইজারদের

Susovan Bhattacharya

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Nov 18, 2025 | 1:52 AM

Share

Protest Erupted in Kalighat: অগত্যা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসতে হাজির হলেন তাঁরা। কিন্তু একদিকে যখন গলায়-গলায় প্রতিবাদের জোয়ার তুলছেন সুপারভাইজাররা। সেই আবহে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, পুলিশি পরিভাষায় 'হাই অ্যালার্ট' এলাকায় বিক্ষোভ বানচাল করতে তৎপর হয়ে যায় কলকাতা পুলিশ।

কলকাতা: ১৫ বছর বাড়েনি বেতন। মেলেনি সরকারি স্বীকৃতিও। স্থায়ী চাকরি সে তো দূর হস্ত। আপাতত এমনই পরিস্থিতি রাজ্যের সুপারভাইজারদের। অগত্যা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসতে হাজির হলেন তাঁরা। কিন্তু একদিকে যখন গলায়-গলায় প্রতিবাদের জোয়ার তুলছেন সুপারভাইজাররা। সেই আবহে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, পুলিশি পরিভাষায় ‘হাই অ্যালার্ট’ এলাকায় বিক্ষোভ বানচাল করতে তৎপর হয়ে যায় কলকাতা পুলিশ।

এদিন বিক্ষোভকারীদের একাংশ জানান, ‘মুখ্যমন্ত্রীর বিরোধিতা আমাদের উদ্দেশ্য নয়, বরং ওনার কাছে আমাদের আর্জি যেন আমাদের অস্তিত্বকে নজরে নিয়ে আসা হয়। আমাদের দাবি, খুব সহজ। বছর ধরে পাওয়া সাড়ে ৬ হাজার টাকা সাম্মানিক এবার বাড়াতে হবে। সরকারি স্বীকৃতি দিতে হবে। কোনও কর্মী যদি অবসরের আগে অসুস্থ হয়ে পড়েন তাঁকে সহযোগিতা করতে হবে। অবসরকালীন সময়ে ভাতা প্রদান করতে হবে।’