এবার মধ্যবিত্তের হাতের নাগালে আসবে Mediclaim-এর প্রিমিয়াম!
Health Insurance: স্বাস্থ্য বিমার প্রিমিয়াম হঠাৎই যেন বেরিয়ে গিয়েছে সেই মধ্যবিত্তের নাগালের বাইরে। একদিকে আমাদের দেশে যেমন স্বাস্থ্য ক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে, তেমনই বিমার প্রিমিয়ামের কারণে অনেকেই এই বিমা থেকে দূরে থাকতে চান। আর এবার সেই পরিস্থিতিতে এই বিমার প্রিমিয়াম ও এই বিমা সংক্রান্ত একাধিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
স্বাস্থ্য বিমা, যা মূলত চালু হয়েছিল দেশের মধ্যবিত্তদের জন্য। সেই স্বাস্থ্য বিমার প্রিমিয়াম হঠাৎই যেন বেরিয়ে গিয়েছে সেই মধ্যবিত্তের নাগালের বাইরে। একদিকে আমাদের দেশে যেমন স্বাস্থ্য ক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে, তেমনই বিমার প্রিমিয়ামের কারণে অনেকেই এই বিমা থেকে দূরে থাকতে চান। আর এবার সেই পরিস্থিতিতে এই বিমার প্রিমিয়াম ও এই বিমা সংক্রান্ত একাধিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই বা Insurance Regulatory and Development Authority of India-র সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। Aon-এর রিপোর্ট বলছে, ভারতে স্বাস্থ্য খাতে মুদ্রাস্ফীতির হার আগামী বছর দাঁড়াবে ১১.৫ শতাংশে। গোটা বিশ্বে এই হার কিন্তু ৯.৮ শতাংশ।

