AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপনার জেলায় কতগুলো বহুতলে ভোটের বুথ হচ্ছে জানেন

আপনার জেলায় কতগুলো বহুতলে ভোটের বুথ হচ্ছে জানেন

Shrabanti Saha

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Jan 10, 2026 | 7:47 PM

Share

বহুতলে বুথ তৈরির ব্যাপারে অনিহা ছিল আবাসিকদের এমনই জানানো হয়েছিল জেলা নির্বাচনী আধিকারিকদের। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি ভালোভাবে না নেওয়ায় জেলা নির্বাচনী আধিকারিকদের রীতিমতো হুঁশিয়ারি দেয়, যে বহুতলে বুথ তৈরি করতেই হবে। সেই কারণে বুথ বিন্যাসের সময়সীমা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

কলকাতা দক্ষিণ থেকে মাত্র দুটি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে। অন্যদিকে কলকাতা উত্তর থেকে মাত্র ৪টি বহুতল। বিধানসভা নির্বাচনে মোট ৬৯ টি বহুতলের তালিকার প্রস্তাব এসেছে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে যেখানে বুথ তৈরি করবে নির্বাচন কমিশন। ৩০০ ভোটার রয়েছে এমন বহুতলকেই বেছে নেওয়া হয়েছে। সিইও দফতর থেকে এই তালিকাই পাঠিয়ে দেওয়া হবে দিল্লির নির্বাচন কমিশন। সংখ্যার নিরিখে এ ক্ষেত্রে কলকাতা অনেকটাই পিছিয়ে।

বহুতলে বুথ তৈরির ব্যাপারে অনিহা ছিল আবাসিকদের এমনই জানানো হয়েছিল জেলা নির্বাচনী আধিকারিকদের। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি ভালোভাবে না নেওয়ায় জেলা নির্বাচনী আধিকারিকদের রীতিমতো হুঁশিয়ারি দেয়, যে বহুতলে বুথ তৈরি করতেই হবে। সেই কারণে বুথ বিন্যাসের সময়সীমা পর্যন্ত পিছিয়েও দেওয়া হয়।

সাত জেলা থেকে ৬৯টি বহুতলে ভোটগ্রহণকেন্দ্র তৈরি নিয়ে প্রস্তাব জমা পড়ল। দক্ষিণ কলকাতা ২ উত্তর কলকাতা -৮ দক্ষিণ ২৪ পরগনা-২৫ উত্তর ২৪ পরগনা- ২২ হাওড়া – ৪ পূর্ব বর্ধমান – ৩ হুগলি – ৫।

Published on: Jan 10, 2026 07:44 PM