AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Odisha Accident: উড়িষ্যার জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত বাঙলার দুই শ্রমিক, গুরুতর আহত আরো ৪

Odisha Accident: উড়িষ্যার জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত বাঙলার দুই শ্রমিক, গুরুতর আহত আরো ৪

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 05, 2023 | 8:16 PM

Share

ফের উড়িষ্যায় দুর্ঘটনার কবলে গাড়ি। বসিরহাটের দুই পোল্ট্রি শ্রমিকের মৃত্যু। চারজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাটের বসিরহাট থানার সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের শিবহাটি গ্রাম থেকে বছর চল্লিশের সাইফুল গাজী ও বাদুড়িয়া থানার বাদুড়িয়া পৌরসভার ১২নং ওয়ার্ডের পূঁড়ার বাসিন্দা বছর ২৫ এর আশারফ সরদার সহ বসিরহাট ও বাদুড়িয়া থেকে মোট ৬ জন শ্রমিক বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কোম্পানির পণ‍্যবাহী চারচাকা গাড়ি নিয়ে যায় উড়িষ্যা থেকে পোল্ট্রি মুরগি নিয়ে আসার জন্য।

ফের উড়িষ্যায় দুর্ঘটনার কবলে গাড়ি। বসিরহাটের দুই পোল্ট্রি শ্রমিকের মৃত্যু। চারজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাটের বসিরহাট থানার সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের শিবহাটি গ্রাম থেকে বছর চল্লিশের সাইফুল গাজী ও বাদুড়িয়া থানার বাদুড়িয়া পৌরসভার ১২নং ওয়ার্ডের পূঁড়ার বাসিন্দা বছর ২৫ এর আশারফ সরদার সহ বসিরহাট ও বাদুড়িয়া থেকে মোট ৬ জন শ্রমিক বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কোম্পানির পণ‍্যবাহী চারচাকা গাড়ি নিয়ে যায় উড়িষ্যা থেকে পোল্ট্রি মুরগি নিয়ে আসার জন্য। শুক্রবার ভোররাতে উড়িষ্যার বালেশ্বর জেলার সড় থানা এলাকার জাতীয় সড়কে সজোরে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রসঙ্গতঃ চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর এলাকা থেকে পোল্ট্রির বাচ্চা আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাত জনের। আবার দুমাসের পর ফের পোল্ট্রি মুরগি আনতে গিয়ে মৃত্যু হলো দুই শ্রমিকের। স্থানীয় জনপ্রতিনিধি চন্দ্রনাথ রায়চৌধুরী বলেন, “বারবার উড়িষ্যায় মৃত্যুর ঘটনায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। বেসরকারি কোম্পানিগুলো বেশি করে মুনাফা অর্জন করতে গিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শ্রমিকরা কেনই তাদের পরিবহনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। আমরা পরিবারগুলিকে সমস্ত রকম ভাবে সাহায্য করবো।” ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে মৃতের পরিবার। মৃতদেহ আনতে ইতিমধ্যে রওনা দিয়েছে মৃত পরিবারের লোকজন।