AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: কাকা ও শ্বশুর দু'জনেই বাবা! জুলফিকর কী বলছেন জানেন?

Nandigram: কাকা ও শ্বশুর দু’জনেই বাবা! জুলফিকর কী বলছেন জানেন?

Kanishka Maity

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Nov 30, 2025 | 12:21 PM

Share

তিনি বলেন, "জুলফিকর আমার দাদার ছেলে। ভোটার লিস্টে দেখি আমায় বাবা বানিয়ে লিস্ট বানিয়েছে। ও যেই ঠিকানা দিয়েছে এখানে থাকে না। আর যেখানে থাকে সেখানে শ্বশুরকে বাবা বানিয়ে দিয়েছে।" যদিও, জুলফিকর জানিয়েছেন, তিনি এই সবের কিছুই জানতেন না।

কাকা ও শ্বশুর দুজনকেই বাবা বানানোর অভিযোগ নন্দীগ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর নাম শেখ জুলফিকার। তাঁর আসল বাবা শেখ মণিরুল ইসলাম। অভিযোগ, অথচ তিনি কাকু শেখ মফিজুল ইসলাম ও শেখ এনামুল হোসেনকে বাবা বানিয়ে দুজায়গায় ভোটার লিস্টে নাম তুলেছেন। আর এই নিয়ে বিডিও-র দ্বারস্থ হয়েছেন কাকা। তিনি বলেন, “জুলফিকর আমার দাদার ছেলে। ভোটার লিস্টে দেখি আমায় বাবা বানিয়ে লিস্ট বানিয়েছে। ও যেই ঠিকানা দিয়েছে এখানে থাকে না। আর যেখানে থাকে সেখানে শ্বশুরকে বাবা বানিয়ে দিয়েছে।” যদিও, জুলফিকর জানিয়েছেন, তিনি এই সবের কিছুই জানতেন না।