Voter List: যেদিকে দেখছেন শুধুই রয়েছেন মায়ারানি, কিউ আর কোড স্ক্যান করতেই ‘শক’ খেলেন BLO
Kolkata: এনুমারেশন ফর্মের কিউ আর কোড স্ক্যান করতেই বিএলও অবাক। কারণ, তিনি দেখেন ৪৪টি জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়ারখানি জ্বলজ্বল করছে। এখানেই বিজেপির অভিযোগ রাজ্যজুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস।
একই মহিলার ছবি ৪৪ জায়গার ভোটার লিস্টে। বাকি সব এক। শুধু পদবী বদল হয়েছে বিভিন্ন জায়গায়। পাণ্ডবেশ্বরের বিধানসভার বাসিন্দা মায়ারখানি গোস্বামী। পরিচারিকার কাজ করেন বিভিন্ন জায়গায়। ৪৭ নম্বর বুথের ভোটার তিনি। এনুমারেশন ফর্মের কিউ আর কোড স্ক্যান করতেই বিএলও অবাক। কারণ, তিনি দেখেন ৪৪টি জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়ারখানি জ্বলজ্বল করছে। এখানেই বিজেপির অভিযোগ রাজ্যজুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা একই অভিযোগে বিজেপি-কে নিশানা করছে তৃণমূল।
Published on: Nov 24, 2025 04:14 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
