Bankura News: ক্ষতিগ্রস্ত ৪ হাজার একর জমির  ধান!

Bankura News: ক্ষতিগ্রস্ত ৪ হাজার একর জমির ধান!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Dec 01, 2023 | 7:08 PM

অচিরেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ। পরীক্ষামূলক ভাবে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুরাহা। অজানা এই রোগের আক্রমণে ইতিমধ্যেই দফারফা হয়েছে প্রায় ৪ হাজার একর জমির সুগন্ধী ধান। ব্যাপক লোকসানের মুখে পড়ে রীতিমত মাথায় হাত বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাঁধ, অর্জুনপুর, কাউবাসা সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের।

অজানা রোগে পাকা ধানের ভেতর থেকে হাওয়া হয়ে যাচ্ছে চাল। অচিরেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ। পরীক্ষামূলক ভাবে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুরাহা। অজানা এই রোগের আক্রমণে ইতিমধ্যেই দফারফা হয়েছে প্রায় ৪ হাজার একর জমির সুগন্ধী ধান। ব্যাপক লোকসানের মুখে পড়ে রীতিমত মাথায় হাত বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাঁধ, অর্জুনপুর, কাউবাসা সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের।
বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাঁধ, অর্জুনপুর ও কাউবাসা এলাকায় সুগন্ধী গোবিন্দভোগ ও বাদশাভোগ ধানের চাষ বেশ জনপ্রিয়। সাধারণ ধান চাষের তুলনায় সুগন্ধী ধানের চাষে সামান্য বেশি খরচ হলেও বাজারে সুগন্ধী ধানের দাম বেশি পাওয়ায় লাভের অঙ্ক থাকে ভালোই। সেই বেশি লাভের আশায় এলাকার প্রায় সকলেই এই সুগন্ধী ধানের চাষ করে থাকেন। চলতি বছর সুগন্ধী ধানের ফলন ভালো হয়েছিল। কিন্তু তীরে এসে তরী ডুবেছে এলাকার কৃষকদের। ধান পাকতে শুরু করার পর অজানা এক রোগে রাতারাতি ধানের দানা থেকে হাওয়া হয়ে যাচ্ছে চাল। ফলে গাছে আটকে থাকা শিষের মধ্যেই ভুয়োতে পরিনত হচ্ছে ধানের দানা। আক্রান্ত হওয়ার দু একদিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে ধান গাছও। এই পরিস্থিতিতে কৃষি দফতর, বিশেষজ্ঞ এবং দোকানে দোকানে ঘুরে কীটনাশক সংগ্রহ করে তা জমিতে প্রয়োগ করেও কোনো সুফল মিলছে না বলে দাবী কৃষকদের। ইতিমধ্যেই এলাকার প্রায় চার হাজার একর সুগন্ধী ধানের জমির ফসল নষ্ট হয়েছে। দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ছে এই রোগ। আতঙ্কের প্রহর গুনছেন আশপাশের এলাকার কৃষকেরাও। ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে আক্রান্ত ধান ও ধান গাছের নমুনা সংগ্রহ করলেও কৃষি দফতর এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। বাঁকুড়া জেলা পরিষদের দাবী এলাকায় ব্যাপক ক্ষতির কথা জানার পর এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ফসলবীমার ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট বীমা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।