Pakistan News: ছিলেন ‘ডেথ সেল’-এ, Imran Khan-এর খোঁজ নেই, আদৌ বেঁচে রয়েছেন?
Imran Khan, Pakistan News: দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে জেলের মধ্যে পিটিয়ে খুন, এটা হয়তও শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব। পাকিস্তান দেশটাকে আমরা সকলেই হাড়ে হাড়ে চিনি। আর সেই কারণেই হয়ত ইমরানকে খুনের অভিযোগ আমাদের কাছে খুব বেশি অবাক করার মতো নয়।
ইমরান খান কোথায়? তিনি বেঁচে রয়েছেন, এমন কোনও খবর পাওয়া যাচ্ছে না। এবার সেই ইমরান খানের ছেলে আশঙ্কা প্রকাশ করলে তাঁর বাবাকে হয়তও হত্যা করা হয়েছে। দাদার খোঁজ চেয়ে আদালতে গিয়েছেন ইমরান খানের বোন।
দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে জেলের মধ্যে পিটিয়ে খুন, এটা হয়তও শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব। পাকিস্তান দেশটাকে আমরা সকলেই হাড়ে হাড়ে চিনি। আর সেই কারণেই হয়ত ইমরানকে খুনের অভিযোগ আমাদের কাছে খুব বেশি অবাক করার মতো নয়।
যদিও আদিয়ালা জেল কর্তৃপক্ষ প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে ইমরান সুস্থ রয়েছেন। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার আবার বলেছেন, জেলে রাজার হালে রয়েছে ইমরান খান।
Published on: Dec 03, 2025 03:17 PM

