Pathological Lab in Nadia Govt Hospital: সরকারি হাসপাতালে বেসরকারি ল্যাব! চলছে জুলুম
সরকারি হাসপাতালের ঘর দখল করে বেসরকারি ল্যাবের বানিয়ে চলছে দালাল রাজ। হাসপাতালে রোগী গেলেই পরিবারের উপর আতঙ্ক ভয় দেখিয়ে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে চলছে রক্ত থেকে মলমূত্র পরীক্ষা। ঘটনাটি রাজ্যের অন্যতম হার্ট স্পেশালিটি নদীয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের।
সরকারি হাসপাতালের ঘর দখল করে বেসরকারি ল্যাবের বানিয়ে চলছে দালাল রাজ। হাসপাতালে রোগী গেলেই পরিবারের উপর আতঙ্ক ভয় দেখিয়ে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে চলছে রক্ত থেকে মলমূত্র পরীক্ষা। ঘটনাটি রাজ্যের অন্যতম হার্ট স্পেশালিটি নদীয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের।
রোগী এবং তার পরিবার আত্মীয়দের অভিযোগ হাসপাতালে রোগী আপদকালীন বিভাগে নিয়ে আসলেই দুই থেকে তিনজন তারা পাশের একটি ঘরে বসে থাকে সেখানে জোর করে রক্ত টেনে পরীক্ষা করায় আর তাতে সাধারণ গরিব মানুষের পকেট থেকে দু হাজার তিন হাজার টাকা নেই এই বেসরকারি সংস্থা। দীর্ঘ প্রায় বছরখানেক বেশি সময় ধরে চলে আসছে এই বেআইনি ল্যাবের ব্যবসা। হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের মদতেই চলছে এই বেআইনি কারবার যেখানে একমাত্র শল্য চিকিৎসার হাসপাতাল কল্যাণী গান্ধী মেমোরিয়াল সেখানে প্যাথলজি ল্যাব রয়েছে কিন্তু সেখানে হয় না কোন পরীক্ষা একপ্রকার বাধ্য হয়েই বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে হয় রোগীর এবং তার পরিবারের।
গতকাল রাত্রিবেলায় ধরা পরল সেই ছবি ক্যামেরা খুলতেই পালিয়ে গেলেন ল্যাবের দালালরা এরপর কল্যাণী গয়েশপুর ফাঁড়ির পুলিশ আসে , কয়েকজন রোগীর পরিবারের আত্মীয়রা লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোন উত্তর মেলেন।