Patna Opposition Meeting: নলেন গুড়ের কড়া পাকের সন্দেশ ঘিয়ের লাড্ডুর সঙ্গে ভাব পাতাতে পারে কী?
Patna Opposition Meeting: এক প্যাকেট মিষ্টি। বাংলার মিষ্টি বিহারের পাটনায়। নিয়ে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধু মিষ্টি কথা নয়। সঙ্গে বাংলার মিষ্টিও নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক প্যাকেট মিষ্টি। বাংলার মিষ্টি বিহারের পাটনায়। নিয়ে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধু মিষ্টি কথা নয়। সঙ্গে বাংলার মিষ্টিও নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা উপহার সামগ্রীর সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টিও লালু ঘরণীর হাতে তুলে দিতে দেখা গেল তাঁকে। কী কী ছিল মিষ্টির সম্ভারে। ছানার মিষ্টির সঙ্গে ক্ষীরের মিষ্টির জোট হয় কি না, নলেন গুড়ের কড়া পাক নরম পাকের সন্দেশ ঘিয়ের লাড্ডুর সঙ্গে ভাব পাতাতে পারে কিনা সে প্রশ্নের জবাব কে দেবে? মিষ্টির প্যাকেট জাম্বো প্যাক। দোকানের সব থেকে বড় সাইজের। এরমধ্যে ধরে যায় বেকড রসগোল্লা থেকে শুরু করে নতুন নানা স্বাদের মিষ্টিও।

