Toll Tax: টোল প্লাজায় ট্যাক্স মকুব!
আগে হাইওয়ের টোল প্লাজাতে দীর্ঘ গাড়ির লাইন হত। ফাস্ট্যাগ ব্যবস্থায় টোল ট্যাক্স দেওয়া অনেক সহজ হয়েছে। কমেছে গাড়ির লাইনও । তবে সোশ্যাল মিডিয়াতে রটেছে কিছু গুজব।
আগে হাইওয়ের টোল প্লাজাতে দীর্ঘ গাড়ির লাইন হত। ফাস্ট্যাগ ব্যবস্থায় টোল ট্যাক্স দেওয়া অনেক সহজ হয়েছে। কমেছে গাড়ির লাইনও । তবে সোশ্যাল মিডিয়াতে রটেছে কিছু গুজব।
কেউ বলছেন, ১০০ মিটারের বেশি গাড়ির লাইন থাকলে, টোল ট্যাক্স মকুব হবে । কেউ বলছেন, টোল প্লাজায় ১০ সেকেন্ডের বেশি দাঁড়াতে হলে,টোল ট্যাক্স মকুব হবে। এতে বিভ্রান্তির মধ্যে পড়ে অনেকেই। কেন্দ্রীয় সড়ক পরিবহণ দফতর জানায়, এটি সম্পূর্ণ ভুয়ো। জানানো হয়, এমন কোনও স্কিম সড়ক পরিবহণ মন্ত্রক আনেননি। আরও জানানো হয়, ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করলেও, টোল ট্যাক্স দিতে হবে। ফাস্ট্যাগ বাধ্যতামূলক হওয়ায়, সুবিধা বেড়েছে টোল প্লাজায়। আগে টোল প্লাজায় অপেক্ষা করতে হত ৭৩৪ সেকেন্ড। এখন সেই সময় কমে হয়েছে ৪৭ সেকেন্ড।
Latest Videos