AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique: 'চলে যান এখান থেকে', নওশাদকে বললেন সাধারণ লোকজন

Nawsad Siddique: ‘চলে যান এখান থেকে’, নওশাদকে বললেন সাধারণ লোকজন

Satyajit Mondal

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Nov 10, 2025 | 12:35 PM

Share

Canning: জানা যাচ্ছে, সভা শেষ করে নওশাদ ফেরার পথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিধায়ককে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এরপর বিধায়ক গাড়ি থেকে নামেন। তারপর তিনি স্পষ্ট করতে চান কেন এখানে এসেছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাঁকে বিতাড়িত করেন।  

ক্যানিং ১ ব্লকের মাখালতলায় এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ সভায় এসে বিক্ষোভের মুখে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁকে কালো কাপড় দেখানো হয় বলে অভিযোগ। সেখানেই কালো কাপড় দেখানো হয় তাঁকে। জানা যাচ্ছে, সভা শেষ করে নওশাদ ফেরার পথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিধায়ককে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এরপর বিধায়ক গাড়ি থেকে নামেন। তারপর তিনি স্পষ্ট করতে চান কেন এখানে এসেছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাঁকে বিতাড়িত করেন।

Published on: Nov 10, 2025 12:34 PM