AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pinaka Multi-Rocket Launcher Systems: বাড়ছে সেনার ক্ষমতা, পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের আপগ্রেড পাবে ভারত!

Pinaka Multi-Rocket Launcher Systems: বাড়ছে সেনার ক্ষমতা, পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের আপগ্রেড পাবে ভারত!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 28, 2026 | 1:31 PM

Share

Indian Amry: জানা গিয়েছে পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের ওভারহল, আপগ্রেড ও মেনটেনেন্সের জন্য বরাত পেয়েছে এল অ্যান্ড টি। সেনার এই উদ্যোগের ফলে বর্তমান পিনাকা রেজিমেন্টের ক্ষমতা আরও বাড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আরও বাড়তে চলেছে ভারতীয় সেনার ক্ষমতা। এবার গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের ওভারহল, আপগ্রেড ও মেনটেনেন্সের জন্য বরাত পেয়েছে এল অ্যান্ড টি। সেনার এই উদ্যোগের ফলে বর্তমান পিনাকা রেজিমেন্টের ক্ষমতা আরও বাড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এল অ্যান্ড টির দাবি এই উদ্যোগ এমন প্রথম উদ্যোগ যেখানে কোনও বেসরকারি সংস্থার সঙ্গে ভারতীয় সেনার প্রথম উদ্যোগ। এই উদ্যোগের অধীনে সেনার হাতে থাকা পিনাকা সহ একাধিক সরঞ্জামের পুরনো ও অচল হয়ে যাওয়া যন্ত্রাংশ প্রতিস্থাপন ও একাধিক গুরুত্বপূর্ণ আপগ্রেড করা হবে। এ ছাড়াও সেনার একাধিক গুরুত্বপূর্ণ বেসকে প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হবে।

Published on: Jan 28, 2026 01:31 PM