PM Modi and CV Ananda Bose: সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী, পাশেই বসে রাজ্যপাল!
PM Modi Visits Bengal: এক সময় শিল্প বিদায় নিয়েছিল। বিদায় জানিয়েছিল টাটা। রবিবার সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই উন্নয়নের দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। এদিন সময় মতোই সরকারি সভাস্থলে প্রশাসনিক বৈঠকের জন্য পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশে বসে থাকতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।
ক্যালেন্ডারের পাতায় প্রায় ১৮ বছর আগের সেই স্মৃতি আজও টাটকা, যে মাটি থেকে এক সময় শিল্প বিদায় নিয়েছিল। বিদায় জানিয়েছিল টাটা। রবিবার সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই উন্নয়নের দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। এদিন সময় মতোই সরকারি সভাস্থলে প্রশাসনিক বৈঠকের জন্য পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশে বসে থাকতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।
এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলাগড়ে ‘বন্দর গেট সিস্টেম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রেল যোগাযোগে বড় পদক্ষেপ হিসেবে ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে নতুন ট্রেন পরিষেবার সূচনা হয় তাঁর হাত ধরেই।

