Mamata Banerjee Birthday: মমতার জন্মদিনে মোদী ডাকল ‘দিদি’ বলে, শুনেই সুজন বললেন…
Mamata Banerjee Birthday: সেই শুভেচ্ছাবার্তা শুনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বললেন, "এই সুসম্পর্কটা থাকারই কথা। কিন্তু ওদের সেটা বারবার বলতে হয় কারণ ওরা ভাব দেখায় দু'জন দুজনের শত্রু। যত ভোট আসবে, তত দেখাবে যে এরা একে অপরের শত্রু।"
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্বোধন করলেন দিদি বলে। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করলেন। আর সেই শুভেচ্ছাবার্তা শুনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বললেন, “এই সুসম্পর্কটা থাকারই কথা। কিন্তু ওদের সেটা বারবার বলতে হয় কারণ ওরা ভাব দেখায় দু’জন দুজনের শত্রু। যত ভোট আসবে, তত দেখাবে যে এরা একে অপরের শত্রু।”
Published on: Jan 05, 2026 03:25 PM
