একুশের নির্বাচনের আগে আরও একবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানে সোমবার প্রধানমন্ত্রী বাংলা ভাষাতেই শুরু করলেন বক্তৃতা। তিনি বলেন, “বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগাম অভিনন্দন।” বাংলার মানুষ আসল পরিবর্তনে মনস্থির করে ফেলেছেন বলেও প্রত্যয়ী প্রধানমন্ত্রী। কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেটরাজ, তোলাবাজি, দুর্নীতি-একাধিক ইস্যুতে শাসকশিবিরকে এদিন বিঁধেছেন তিনি।