জানুয়ারিতেই বাংলায় আসছেন মোদী, কী পেপ টক দেবেন?
PM Modi WB Visit: জানুয়ারির মাঝামাঝি ২ দিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। আগামী ১৭ জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে সভা তাঁর। আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি ২ দিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। আগামী ১৭ জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে সভা তাঁর। আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।
গত ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে রাজ্যে এসেছিলেন মোদীর ডেপুটি অমিত শাহ। তিনি দাবি করেন, এবার বাংলায় পরিবর্তন সুনিশ্চিত। বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলেও মন্তব্য করেন শাহ। বঙ্গ বিজেপির নেতারা যখন রাজ্যে পরিবর্তন সুনিশ্চিত বলছেন, তখন পরপর ২ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করতে চলেছেন মোদী। নতুন বছরে জোড়া সভা করতে এসে মোদী কী বার্তা দেন, সেটাই দেখার।
