AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: 'পরিবর্তন চাই', সরব হলেন মোদী

Narendra Modi: ‘পরিবর্তন চাই’, সরব হলেন মোদী

অবন্তিকা প্রামাণিক

|

Updated on: Jan 17, 2026 | 7:29 PM

Share

Narendra Modi: মোদী বলেন, "ত্রিপুরা, অসম, ওড়িশা, বিহার- সবাই বিজেপির উপরেই ভরসা করছে। পূর্ব ভারতের ভরসা বাড়ছে বিজেপির উপর। বাংলার চারপাশে বিজেপির সুশাসনের সরকার চলছে। এবার বাংলায় সুশাসনের অপেক্ষা। বিহারের জয়ের পরই বলেছিলাম, বাংলাতেও এবার বিকাশের গঙ্গা বইবে। বিজেপি সেটা করে দেখাবে। আপনাদেরও আমার সঙ্গে একটা সংকল্প নিতে হবে। বলতে হবে 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।"

বাংলা সফরের প্রথম দিনে মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন থেকে চালু হল বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনের উদ্বোধনে রীতিমতো উচ্ছ্বসিত মালদহবাসী। অসমের উদ্দেশে রওনা হল সেই ট্রেন। এদিন ট্রেন উদ্বোধনের পর ট্রেনের ভিতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন মোদী। এদিন মালদহে সভাও করছেন তিনি। মোদী বলেন, “ত্রিপুরা, অসম, ওড়িশা, বিহার- সবাই বিজেপির উপরেই ভরসা করছে। পূর্ব ভারতের ভরসা বাড়ছে বিজেপির উপর। বাংলার চারপাশে বিজেপির সুশাসনের সরকার চলছে। এবার বাংলায় সুশাসনের অপেক্ষা। বিহারের জয়ের পরই বলেছিলাম, বাংলাতেও এবার বিকাশের গঙ্গা বইবে। বিজেপি সেটা করে দেখাবে। আপনাদেরও আমার সঙ্গে একটা সংকল্প নিতে হবে। বলতে হবে ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।”