ভেড়ি জবরদখলে অভিযুক্ত মোসাকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, কোথায় শাহজাহান-শাগরেদ?
। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ প্রধান উপপ্রধানকে জিজ্ঞাসাবাদের কথা জানান। অভিযুক্ত মোসা মোল্লা তৃণমূল ঘনিষ্ঠ। প্রভাব খাটিয়ে আদালতের নির্দেশ অমান্য করে চার বিঘা জমিতে জোর করে জল তোলে বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনা: সন্দেশখালিতে পুলিশের উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কর্মী মুসা মোল্লার। সন্দেশখালিতে মুসার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। তাঁকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার হুলোপাড়ায় পুলিশ আক্রান্তের ঘটনায় প্রধান ও উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রধান নাবিলাল হক মোল্লা ও উপপ্রধান আকবর গাজিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের উপর আক্রমণের সময় অভিযুক্ত মোসা মোল্লার সঙ্গে প্রধান নাবিলাল হকের ফোনে কথা বলার সূত্র ধরে জিজ্ঞাসাবাদ। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ প্রধান উপপ্রধানকে জিজ্ঞাসাবাদের কথা জানান। অভিযুক্ত মোসা মোল্লা তৃণমূল ঘনিষ্ঠ। প্রভাব খাটিয়ে আদালতের নির্দেশ অমান্য করে চার বিঘা জমিতে জোর করে জল তোলে বলে অভিযোগ। একাধিকবার পুলিশ ডাকলেও কোন কর্নপাত করে মোসা সহ তাঁর আরও তিন ভাই। পুলিশের ওপর হামলায় ঘটনায় এখনও অধরা মোসা।

