কে পালাল বাইকে? ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে!
ভোলানাথের দাবি, ঘাতক ১০ চাকার ট্রাকটি কে চালাচ্ছিলেন, সেটা স্পষ্ট দেখতে পেয়েছেন তিনি। ভোলানাথ জানান, আলিম নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত। গাড়িতে আলিম ছিল। কালো জ্যাকেট পরে ও চালাচ্ছিল আমি দেখতে পেয়েছি।”
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। একটি মাদ্রাসা ও একটি পেট্রল পাম্প থেকে ওই ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক ট্রাকটি কোথা থেকে কোনদিকে যাচ্ছিল, সেটা যেমন খতিয়ে দেখা হবে, তেমনই বাইকে করে চালক কোনদিকে পালাল, সেটাও তদন্ত করে দেখবে পুলিশ।
বাইকে চেপে আলিম মোল্লা পালিয়েছে নাকি অন্য কেউ! সেটা তদন্তসাপেক্ষ। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ। পরিকল্পনা করে খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। একসময় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ভোলানাথ ঘোষ। এতটাই ঘনিষ্ঠ যে ভোলানাথকে ‘বড় দা’ বলেই ডাকতেন শেখ শাহজাহান।

