Dakshin Dinajpur Hotel Raid: ‘ভাইয়ের বউ হোটেলে দেহ ব্যবসা করে’
দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হোটেলের ম্যানেজার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় এলাকায়। জানা গেছে বেশ কয়েক মাস ধরেই হোটেলে অবৈধভাবে দেহ ব্যবসা করে আসছিলেন লজের মালিকের স্ত্রী ও ম্যানেজার। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। ধৃতকে আদালতে তোলার পাশাপাশি পুরো ঘটনা […]
দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হোটেলের ম্যানেজার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় এলাকায়। জানা গেছে বেশ কয়েক মাস ধরেই হোটেলে অবৈধভাবে দেহ ব্যবসা করে আসছিলেন লজের মালিকের স্ত্রী ও ম্যানেজার। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। ধৃতকে আদালতে তোলার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকার একটি বেসরকারি লজে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিবাহ অন্নপ্রাশন অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। সম্প্রতি বেশ কয়েক মাস ধরে হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরী লক্ষ্য করে এই হোটেলে অবৈধভাবে কাজকর্ম করে আসছে তার ভাইয়ের বউ ও হোটেলের ম্যানেজার। তিনি আরো অভিযোগ করেন এই নিয়ে বহুবার ভাই কি বিষয়টি জানানোর পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় পুলিশের দ্বারস্থ হয়। অবশেষে গতকালকে এই হোটেলের ম্যানেজার আনন্দ সন্ন্যাসীকে(৪৫) বংশীহারী থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে তোলে। আনন্দ সন্ন্যাসীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকায়। আনন্দ সন্ন্যাসীকে গঙ্গারামপুর মহকুমা আদালতের তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ। দেখুন ভিডিয়ো