Potato Price Hike: আবার বাড়তে পারে আলুর দাম

Potato Price Hike: আবার বাড়তে পারে আলুর দাম

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 9:12 PM

আলুর দাম ক্রমশ বাড়ছে। এই নিয়ে চিন্তায় মধ্যবিত্ত বাঙালি। শীতের সময় আলুর দাম অনেকটাই কম থাকে। কিন্তু বাজারে গিয়ে দেখা গেল অন্য় ছবি। জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু কিনতে গিয়ে সমস্যায় মধ্যবিত্ত বাঙালি। কিন্তু কেন?

আলুর দাম ক্রমশ বাড়ছে। এই নিয়ে চিন্তায় মধ্যবিত্ত বাঙালি। শীতের সময় আলুর দাম অনেকটাই কম থাকে। কিন্তু বাজারে গিয়ে দেখা গেল অন্য় ছবি। জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু কিনতে গিয়ে সমস্যায় মধ্যবিত্ত বাঙালি। কিন্তু কেন?

 

১৮ টাকা মাসখানেক আগেও দাম ছিল যার সেই জ্যোতি ২২। ২৩ টাকার চন্দ্রমুখী ৩০টাকা। তাও সেটা বেস্ট কোয়ালিটির চাপাডাঙা চন্দ্রমুখী কিনা সন্দেহ।

পাঞ্জাব রাচির নতুন আলু ২৫ টাকা কেজি। এর মধ্যে আবার পচা আলুও বেরোচ্ছে। কিন্তু কেন এত পচা আলুও বেরোচ্ছে? অথচ এই ডিসেম্বর নাগাদ নতুন আলু ওঠে। স্টোর খালি করার সময়। আলুর দাম থাকে তলানিতে। হতাশ এবং হতভম্ব বাঙালি খদ্দেররা । মধ্যবিত্তের মন একদমই ভাল নেই।

Published on: Dec 15, 2023 03:44 PM