Koneenica Banerjee: ‘রান্নাঘর’-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচনা
জনপ্রিয় রান্নার অনুষ্ঠানটিতে এবার দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। প্রায় দুই বছর পর বাংলা টিভিতে ফিরে এসেছে। ৩০ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়ার পর, আসছে বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে মা-মেয়ের জুটিকে অর্থাৎ কনীনিকা আর কিয়াকে।
কনীনিকার মেয়ের ডেবিউ
জনপ্রিয় রান্নার অনুষ্ঠানটিতে এবার দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। প্রায় দুই বছর পর বাংলা টিভিতে ফিরে এসেছে। ৩০ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়ার পর, আসছে বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে মা-মেয়ের জুটিকে অর্থাৎ কনীনিকা আর কিয়াকে।
মাতৃহারা আদনান
সোমবার সকালে শোকস্তব্ধ গায়ক আদনান সামি। মাকে হারিয়েছেন আদনান। আদনান সামির মা নওরিন সামি খান প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়ক।
পিছিয়ে শাস্ত্রী?
মহাপঞ্চমীতে মুক্তি পাবে দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’, শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’ এবং মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী’। কিন্তু লড়াই শুরুর আগেই বেশ খানিকটা পিছিয়ে শাস্ত্রী। প্রজাপতি-র পর শাস্ত্রীও ফের জায়গা পেল না নন্দনে।
কন্যা পুজো অঙ্কিতার
দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। আর এই শুভ মুহূর্ত অঙ্কিতা লোখন্ডে উদযাপন করলেন কন্যাপুজোর মধ্যে দিয়ে। সেই পুজোর ঝলক শেয়ার করে সামাজিক মাধ্যমে অঙ্কিতা লেখেন, “নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট দেবীর সঙ্গে দিনটি আরও বিশেষ হয়ে উঠল”।
রাজকুমার-পত্রলেখার সংসারে শোকের ছায়া
বলিউডের অন্যতম চর্চিত দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার পরিবারে অঘটন। উৎসবের আবহে প্রিয়জনকে হারালেন তাঁরা। প্রিয় পোষ্য গাগার মৃত্যুতে শোকাচ্ছন্ন তারকা দম্পতি। সারমেয়টি দীর্ঘদিন তাঁদের সংসারে ছিল।
পরমব্রতের পরিচালনায় ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এর আগেও ফ্রেম ভাগ করে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। রঞ্জন ঘোষের ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবিতে দুই খ্যাতনামী সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন। রবিবার সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া একটি ছবি বলছে, ফের একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন তাঁরা।
বিয়ে করলেন স্বীকৃতি
সকাল থেকে টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। শোনা যাচ্ছে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। তবে নায়িকার সমাজমাধ্যমের পাতায় কোনও পোস্ট যদিও দেখা যায়নি। এ প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন তিনি নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান।
দিতিপ্রিয়ার পুজোর প্ল্যান
প্রতি বছরই দুর্গাপুজোটা কাজের মধ্যেই কেটে যায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। এ বছরও তার অন্যথা হবে না। তবে চলতি বছরের পুজোটা একটু অন্যরকম। কারণ, তাঁর জীবনে এসেছে নতুন মানুষ। অভিনেত্রীর বয়ফ্রেন্ড থাকেন শহরের বাইরে। যদি সে কলকাতায় আসে তাহলে একসঙ্গে পুজোয় বেরোবেন তিনি।
রণবীরের উত্তেজনা
শোনা গিয়েছিল Singham Again-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। তবে তেমনটা হল না। উপস্থিত ছিলেন স্বামী রণবীর সিং। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে নায়ক বলেন এই ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হয়েছে তাঁর মেয়েরও। কারণ এই ছবির শুটিংয়ের সময় অন্ত্বঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী।