AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!

Donald Trump: উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 21, 2026 | 6:47 PM

Share

United States of America, Greenland: ট্রাম্প লিখছেন, আমি যুদ্ধ থামানোর পরও নরওয়ে নাকি তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। আর সেই কারণেই এখন শান্তির কথা ভাবাকে আমি বাধ্যবাধকতা বলে মনে করি না। এই চিঠিতে ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া বা চিনের থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করার ক্ষমতা নেই ডেনমার্কের।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে নাকি আর ভাবিতই নন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলই এবার যেন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আমেরিকার প্রেসিডেন্টের। নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সেই কথাই যেন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

কী লিখছেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প লিখছেন, আমি যুদ্ধ থামানোর পরও নরওয়ে নাকি তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। আর সেই কারণেই এখন শান্তির কথা ভাবাকে আমি বাধ্যবাধকতা বলে মনে করি না। এই চিঠিতে ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া বা চিনের থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করার ক্ষমতা নেই ডেনমার্কের। এমনকি ডেনমার্কের কাছে নাকি গ্রিনল্যান্ডের মালিকানার কোনও লিখিত নথিও নেই। আর সেই গ্রিনল্যান্ডের উপর আমেরিকার নিয়ন্ত্রণ নাকি না থাকলে গোটা অপৃথিবীই নাকি নিরাপদে থাকবে না।

Published on: Jan 21, 2026 06:46 PM