Venezulea Airstrike: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল আমেরিকা
নিজের সমাজমাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প লেখেন, 'ভেনেজুয়েলা এবং ওদের নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরে একটি হামলা চালানো হয়েছে।' পাশাপাশি, আমেরিকার ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফোর্সকে আটক করে দেশছাড়া হয়েছে বলেও জানান তিনি।
পরপর বিস্ফোরণ। কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। স্থানীয়রা বললেন, খুব কাছ থেকে কিছু বিমান উড়ে গিয়েছিল। তারপর এই বিস্ফোরণ। যা ঘিরে চরমে আতঙ্ক। শুক্রবার মধ্য়রাতে এই ঘটনা ঘটে। নিজের সমাজমাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প লেখেন, ‘ভেনেজুয়েলা এবং ওদের নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরে একটি হামলা চালানো হয়েছে।’ পাশাপাশি, আমেরিকার ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফোর্সকে আটক করে দেশছাড়া হয়েছে বলেও জানান তিনি।

