AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TATA Ace Pro: কীভাবে যুবসমাজের আত্মবিশ্বাস হয়ে উঠছে TATA Ace Pro? জানালেন অধ্যাপক অমিতাভ কুণ্ডু

TATA Ace Pro: কীভাবে যুবসমাজের আত্মবিশ্বাস হয়ে উঠছে TATA Ace Pro? জানালেন অধ্যাপক অমিতাভ কুণ্ডু

TV9 Bangla Digital

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Updated on: Aug 21, 2025 | 1:34 PM

Share

Ab Meri Baari: মালিকানা কেবল অর্থনৈতিক সাফল্য নয়। তার চেয়েও অনেক বেশি কিছু। এটি এক প্রকার পরিচয়, মর্যাদা এবং উচ্চাকাঙ্ক্ষা। অধ্যাপক অমিতাভ কুণ্ডু তুলে ধরেছেন কীভাবে টাটা এস প্রো ভারতের যুবসমাজ এবং মহিলাদের আত্মবিশ্বাসের সঙ্গে উদ্যোক্তা হয়ে উঠতে সক্ষম করছে।

একদিন যে কারও কাছে চাকরী করত, নিজেই নিজের মালিক হয়ে ওঠার সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব একটা সহজ কথা নয়। অনিশ্চিত ভবিষ্যৎ, সাফল্যের আগে স্ট্রাগেল সবাই সহ্য করতে পারে না।

কর্মী থেকে মালিক হওয়ার যাত্রা সত্যিই এক বড় পদক্ষেপ। অথচ বহু তরুণ ভারতীয় এবং মহিলাদের জন্য গাড়ির মালিকানা সেই প্রথম ধাপ। যা শুধু আয়ের পথই খুলে দেয় না, সঙ্গে নিয়ে আসে মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যতের পরিকল্পনার সম্ভাবনাও।

গ্রামীণ ও শহুরে ভারতজুড়ে, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি বিভিন্ন সরবরাহ ব্যবস্থা চালাচ্ছে। যুব সমাজ গড়ে তুলছে ক্ষুদ্র ব্যবসা। যার চালিকা শক্তি হয়ে উঠছে টাটা ACE Pro-এর মতো গাড়ি। এই পরিবর্তন ইঙ্গিত দেয় আরও গভীর রূপান্তরের। সম্পদের মালিকানা নতুনভাবে সংজ্ঞায়িত করছে পরিচয় ও আকাঙ্ক্ষাকে।

অধ্যাপক অমিতাভ কুন্ডু বিশ্লেষণ করেছেন কীভাবে টাটা ACE Pro আগামী প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়িত করছে। প্রমাণ করছে মালিকানা কেবল একটি গাড়ি রাখার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি এক ভবিষ্যতের অধিকারী হওয়ার সূচনা।