বেলডাঙায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ
শিয়ালদহ-লালগোলা শাখার মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইনে বাঁশ ফেলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় বচসা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন অভিষেকের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে তাঁর রাজ্যের পুলিশ।
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে উত্তাল বাংলা। জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙা। ঝাড়খণ্ডে কর্মরত ওই শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। শুক্রবার সকালে মৃতদেহ জেলায় ফিরতেই, উত্তপ্ত বেলডাঙায়। টায়ার জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ। শিয়ালদহ-লালগোলা শাখার মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইনে বাঁশ ফেলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় বচসা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন অভিষেকের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে তাঁর রাজ্যের পুলিশ।

