Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir Inauguration News: মোদী না থাকলে ১০০ বছরেও রাম মন্দির হত না!

Ram Mandir Inauguration News: মোদী না থাকলে ১০০ বছরেও রাম মন্দির হত না!

rahul Sadhukhan

|

Updated on: Jan 22, 2024 | 5:59 PM

২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। চারিদিকে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী মোদী না হলে রাম মন্দির হত?

২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। রাম মন্দির সেজে উঠেছে লক্ষ লক্ষ ফুল দিয়ে। চারিদিকে সাজো সাজো রব। অযোধ্যায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম। এর ফলে পর্যটন থেকে ব্যবসা-বাণিজ্য সবকিছুরই বিকাশ হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া রাম মন্দির কি সম্ভব হত? এই প্রশ্ন করা হয় কলকাতার আমজনতাদের। কেউ বলছেন মোদী ছাড়া রাম মন্দির কখনও সম্ভব হত না, মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি করে দেখিয়েছেন। কেউ বলছেন মোদী ছাড়া রাম মন্দির ১০০ বছরেও সম্ভব হত না। অনেকের মতে, রাম মন্দির হওয়া উচিত ছিল অনেক আগেই। এত বছরে হয়নি তার আক্ষেপ মানুষের মধ্যে ছিল। এখন ভারতবাসী খুবই আনন্দিত রাম মন্দির উদ্বোধন হওয়ার জন্য।