মা Celeb-এর Set-এ রাফিয়াত রশিদ মিথিলা
মা-মেয়ের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। মিথিলা সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন। দর্শকের দরবারে আজ মিথিলার মা হওয়ার জার্নি।
পড়া, পড়ানো, গান গাওয়া, অভিনয়…। একাধিক পরিচয় তাঁর। কিন্তু এ সব পেশাদারি গন্ডির বাইরে তাঁর অনেক গুরুত্বপূর্ণ পরিচয়, তিনি একজন মা। তিনি অর্থাৎ রাফিয়াত রশিদ মিথিলা। তিনি আয়রার মা। মেয়েকে ‘মা’ বলে ডাকেন মিথিলা। আবার মেয়ের বন্ধু হতে চান তিনি।
মা-মেয়ের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। মিথিলা সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন। দর্শকের দরবারে আজ মিথিলার মা হওয়ার জার্নি। আয়রা তো থাকছেই। সঙ্গে মিথিলা ফিরে দেখলেন নিজের মাকেও।
Published on: Feb 27, 2021 02:37 PM
Latest Videos
মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! 'মমতার কথাতেই...'
যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু
'ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল', কী হল লগ্নজিতার সঙ্গে?
তালিকায় জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত!