North 24 Parganas Agitation: দুর্নীতির তদন্তে এসে বিক্ষোভের মুখে
স্কুলের একাধিক দুর্নীতির বিষয়ে তদন্ত এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়লেন স্কুল পরিদর্শক সহ আধিকারিকরা। মছলন্দপুরের রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রায় দেড় ঘন্টা ধরে চলছে বিক্ষোভ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, সহ-শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান স্কুলেরই শিক্ষকরা।
স্কুলের একাধিক দুর্নীতির বিষয়ে তদন্ত এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়লেন স্কুল পরিদর্শক সহ আধিকারিকরা। মছলন্দপুরের রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রায় দেড় ঘন্টা ধরে চলছে বিক্ষোভ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, সহ-শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান স্কুলেরই শিক্ষকরা।
আজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে বারাসাত মহকুমার ডিআই কৌশিক রায় সহ সার্কেল ইন্সপেক্টর স্কুলে তদন্ত এসেছেন তবে গরহাজির প্রধান শিক্ষক। বেশ কিছুদিন ধরে তিনি স্কুলে আসছেন না , কি কারনে তাও জানা নেই বলে জানান পরিচালন সমিতির সভাপতি। শিক্ষকের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকরা। যদিও এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে অভিভাবক থেকে পড়ুয়ারা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক সিকান্দার রবিদাস।

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!

'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন

কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু

'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
