Ramkrishna Mission: ‘যে যুদ্ধটা শুরু হয়েছে সেটা ফিনিশ করতে হবে’
ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি ও জয়লাভের জন্য যজ্ঞ করছে স্বামীজিরা। পাশাপাশি তাঁরা সিদ্ধান্ত নিয়েছে ক্ষতিগ্রস্ত সেনার পরিবার ও আক্রান্ত সাধারণ মানুষের জন্য ৫ লাখ টাকা আর্থিক সাহায্য পাঠাবে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে। স্বামীজি বলছেন, ‘যে যুদ্ধটা শুরু হয়েছে সেটাকে ফিনিশ করতে হবে’ তার সংযোজন,’একটা রোগকে সমূলে বিনাশ করতে হলে ছোটখাটো ওষুধে হবে না’। পাশাপাশি […]
ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি ও জয়লাভের জন্য যজ্ঞ করছে স্বামীজিরা। পাশাপাশি তাঁরা সিদ্ধান্ত নিয়েছে ক্ষতিগ্রস্ত সেনার পরিবার ও আক্রান্ত সাধারণ মানুষের জন্য ৫ লাখ টাকা আর্থিক সাহায্য পাঠাবে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে।
স্বামীজি বলছেন, ‘যে যুদ্ধটা শুরু হয়েছে সেটাকে ফিনিশ করতে হবে’
তার সংযোজন,’একটা রোগকে সমূলে বিনাশ করতে হলে ছোটখাটো ওষুধে হবে না’। পাশাপাশি বলেন,’ভিতরের শত্রুকে দমন করা দরকার। দেশের ভিতরেও প্রচুর শত্রু আছে। শরীর সুস্থ করা দরকার, সুস্থ হয়ে গেলে বাইরের রোগ ঢুকবে না।’ দেখুন ভিডিয়ো
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

