ED On Ranbir Kapoor: ছবির মুক্তির আগেই বিপদ, বেটিং অ্যাপ-কাণ্ডে ডাক রণবীরকে
বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহাদেব বেটিং কেলেঙ্কারি মামলার তদন্তে, আগামী ৬ অক্টোবর তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তের মুখে থাকা এই বেটিং অ্যাপটির হয়ে প্রচার করেছিলেন রণবীর কাপুর। সেই সূত্রেই নজরে কাপুর-সন।
বিপাকে অমিতাভ
Confederation of All India Traders-এর নজরে অমিতাভ বচ্চন। ফ্লিপকার্ট সংস্থার হয়ে একটি বিজ্ঞাপনে শুট করেছেন তিনি। CAIT-র অভিযোগ এই বিজ্ঞাপনে সম্প্রচারিত তথ্য মিথ্যা। অমিতাভ বচ্চন ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দপ্তরকে মিথ্যে অথবা বিভ্রান্তিকর বিজ্ঞাপন আইন অনুযায়ী জরিমানা করার আর্জি জানাল CAIT।
ED-র নজরে রণবীর
বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহাদেব বেটিং কেলেঙ্কারি মামলার তদন্তে, আগামী ৬ অক্টোবর তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তের মুখে থাকা এই বেটিং অ্যাপটির হয়ে প্রচার করেছিলেন রণবীর কাপুর। সেই সূত্রেই নজরে কাপুর-সন।
৩২ বছর পর…
দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। জুটি বাঁধতে চলেছেন থালাইভা রজনীকান্তের সঙ্গে। ৩২ বছর পর আবারও পর্দায় ফিরছেন তাঁরা। অতীতে তিনটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই জুটিকে। ছবির নাম থালাইভার১৭০।
এ কী বললেন করণ
আসছে ‘কফি উইথ করণ’ সিজ়ন ৮। আর তারই প্রোমোতে এবার চমকে দিলেন প্রযোজক তথা পরিচালক করণ জোহর। নিজেই নিজের কটাক্ষের নিশানায়। যৌন জীবন নিয়ে প্রশ্ন করা থেকে শুরু করে একঘেয়ে পর্ব, তিরস্কারের তালিকা থেকে বাদ রাখলেন না কিছুই। দেখে রীতিমত অবাক নেটপাড়া।
বিরাটের আবিদন
রাত পোহালেই শুরু ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। দেশের বুকে মহাযুদ্ধ। তাই সকলের নজরেই ম্যাচের টিকিট। আর ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাটের কাছে সেই আবেদন পৌঁছবে না তা কি হয়? তাই এবার মজার ছলে বিরাট সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “আমি অনুরোধ করছি আমার বন্ধুদের, ম্যাচ চলাকালীন আমার কাছে কোনও টিকিটের অনুরোধ করবেন না।”
‘ওয়ার ২’ ধামাকা
এবার বড় চমকের অপেক্ষা। একই ফ্রেমে থাকতে চলেছেন শাহরুখ খান, সলমন খান ও হৃত্বিক রোশন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। স্পাই ইউনিভার্সের তিন স্তম্ভ এবার এক ছবিতে, ‘ওয়ার ২’। সূত্রের খবর চলতি মাসেই শুরু শুটিং, হয়ে গিয়েছে শুভমহরৎ।
ইতালিতে হৃত্বিক-দীপিকা
সিদ্ধার্থ আনন্দের পরবর্তী পরিচালনায় কাজ করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা হৃত্বিক রোশন। ছবির নাম ‘ফাইটার’। সেই ছবির একটি গানের দৃশ্য শুটিং করার জন্য বর্তমানে ইতালি গিয়েছেন দুই তারকা এবং ‘ফাইটার’-এর গোটা টিম। সেখানেই ভ্যাকেশন মুডে ফ্রেমবন্দি জুটি। ভাইরাল হল সেই ছবি।
ক্ষমা চাইলেন শাহরুখ
‘জওয়ান’-এর সাফল্যের জন্য মঙ্গলবার ৩ অক্টোবর ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেখানে অনেকটা দেরিতে হাজির হন তিনি। গিয়েই সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন কিং খান। বলেছিলেন, “আমি আমার টিমকে জিজ্ঞেস করেছিলাম, ওরা আমাকে ক্ষমা করে দেবে তো? জবাবে বলেছিল, ওরা আপনাকে ক্ষমা করবে না। কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে।”
সম্পর্কের জল্পনা
টেলিপাড়ায় আবারও বিচ্ছেদ? শোনা গিয়েছিল শ্রীতমা মিত্র ও ঋত্বিক মুখোপাধ্যায় মন দিয়েছেন একে-অপরকে। তবে কেন সোশ্যাল মিডিয়ায় শ্রীতমা আনফলো করলেন ঋত্বিককে? তবে কী সম্পর্কে ভাঙন! প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্ট করে দিলেন, যার কোনও শুরু ছিল না, তার আবার শেষ কীসের?