Ration Card News: রেশনে দুর্নীতি? অভিযোগ জানান ঘরে বসেই
রেশনে দেওয়া হয় স্বল্পমূল্যে চিনি, চাল এবং খাদ্যশস্য। রেশন থেকে অনেক মানুষই বঞ্চিত হন। সেই মানুষরা অনেকেই জানেন না কীভাবে তাঁরা অভিযোগ জানাবেন। অনেক সময় দেখা যায় গরিব মানুষরা রেশন কম পাচ্ছেন। রেশন সংক্রান্ত কোন অভিযোগ থকলে, সহজেই তা জানানো যাবে।
রেশনের সুবিধা আমরা অনেকেই পেয়ে থাকি। ভারতে সরকার এই রেশন দেন গরিব মানুষদের। রেশনে দেওয়া হয় স্বল্পমূল্যে চিনি, চাল এবং খাদ্যশস্য। রেশন থেকে অনেক মানুষই বঞ্চিত হন। সেই মানুষরা অনেকেই জানেন না কীভাবে তাঁরা অভিযোগ জানাবেন। অনেক সময় দেখা যায় গরিব মানুষরা রেশন কম পাচ্ছেন। সরকার কোটি কোটি মানুষকে রেশন দিয়ে সাহায্য করেন। রেশন সংক্রান্ত কোন অভিযোগ থকলে, সহজেই তা জানানো যাবে। সরকার হেল্পলাইন নম্বর শুরু করেছে প্রতিটি রাজ্যের রেশনের জন্য। সেই নম্বরে জানাতে পারবেন অভিযোগ। আপনার সেই অভিযোগের ওপর কড়া ব্য়বস্থা নেওয়া হবে। হেল্পলাইন নম্বরগুলি দেখে নিন। রাজস্থান: 1800-180-6127, সিকিম: 1800-345-3236, মহারাষ্ট্র: 1800-22-4950। তামিলনাড়ু: 1800-425-5901 তেলেঙ্গানা: 1800-4250-0333,অসম: 1800-345-3611। পশ্চিমবঙ্গ: 1800-345-5505 দিল্লি: 1800-110-841। ঝাড়খণ্ড: 1800-345-6598,মেঘালয়: 1800-345-3670 মিজোরাম: 1860-222-222-789। গোয়া: 1800-233-0022 গুজরাট: 1800-233-5500 ।