AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Business Man: স্রেফ বোতল বানিয়ে ভারতের অন্যতম ধনী ব্যক্তি ইনি

Indian Business Man: স্রেফ বোতল বানিয়ে ভারতের অন্যতম ধনী ব্যক্তি ইনি

rahul Sadhukhan

|

Updated on: Dec 27, 2023 | 3:22 PM

Share

তিনি ভারতের অন্যতম ধনকুবের। তৈরি করেন বোতল। সেই বোতল থেকেই রোজগার কয়েক হাজার কোটি টাকা। কে এই রবিকান্ত জয়পুরিয়া?

ভারতে এমন অনেক ব্যবসায়ী আছেন, যাঁদের নাম জানেই না আমজনতা। অথচ তাঁদের প্রোডাক্ট রোজ ব্যবহার করেন ভারতীয়রা। তেমনই এক ব্যবসায়ীর কথা আজ জানাব। তিনি রবিকান্ত জয়পুরিয়া। তাঁকে বলা হয় ভারতের কোলা কিং। রবিকান্তের সংস্থার বোতলে ভরেই আপনার আমার কাছে এসে পৌঁছয় ভারতে প্রস্তুত হওয়া বিভিন্ন ঠান্ডা পানীয়। আসলে বোতল বানিয়ে রবিকান্ত হলেন ভারতের অন্যতমম ধনী ব্যক্তি।আজ রবিকান্ত জয়পুরিয়ার কথা।

 

বরুণ বেভারেজ পেপসিকো-র পণ্য বোতলজাত করে বিতরণের কাজ করে। অর্থাৎ যে বোতলে আপনি পেপসি, কোক বা অন্য ঠান্ডা পানীয় খান। প্রায়ই বদলে যায় বোতলগুলির চেহারা। সেই বোতল গুলি আসলে রবিকান্ত জয়পুরিয়ার সংস্থা বরুণ বেভারেজ তৈরি করে। এখানেই শেষ নয়, মেয়ের নামে করা দেবযানী ইন্টারন্যাশানালের ব্যবসাও বিপুল। দেবযানী ইন্টারন্যাশনালের অধীনে চলে কেএফসি, পিৎজা হাট, কোস্টা কফির মতো রেস্তোরাঁ। এখানেই শেষ নয়। স্বাস্থ্য পরিষেবা ও হোটেল ব্যবসাতেও এদেশে ছড়িয়েছে রবিকান্তের নাম।

রতের বাইরে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছেন তিনি। এর জন্য তাঁর সংস্থা দুটি বড় আন্তর্জাতিক চুক্তিও করেছে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বাজারে প্রবেশের ঘোষণা করেছে তারা। এছাড়াও থাইল্যান্ডে ব্যবসায় নামতে চলেছে দেবযানী ইন্টারন্যাশনাল। বোতল বানিয়ে রবিকান্তের বিপুল সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

বোতল তৈরি করে ও তাতে পন্য বেঁচে এত লাভ করা যায়, এ বোধহয় ভারতের আমআদমিও ভাবতে পারে না। আপনি সেই বোতলে রোজ চুমুক দেন। অথচ, জানতেনই না, এই বোতল তৈরি এক ভারতীয়ের। যাঁর সম্পত্তি আকাশছোঁয়া।