Face Wash Hacks: মুখ ধুতে গিয়ে এই ভুলগুলো করেন কী?
সর্বপ্রথম মাথায় রাখুন, নোংরা হাতে মুখ পরিস্কার করবেন না। খুব ঠান্ডা বা খুব গরম জলে মুখ ধোয়া চলবে না । মুখ ধোয়ার সময় জোরে ঘষবেন না ।সর্বপ্রথম মাথায় রাখুন, নোংরা হাতে মুখ পরিস্কার করবেন না। খুব ঠান্ডা বা খুব গরম জলে মুখ ধোয়া চলবে না । মুখ ধোয়ার সময় জোরে ঘষবেন না। এতে ত্বকে চাপ পড়ে ফলে হিতে বিপরীত হতে পারে
ঝকঝকে, সুন্দর ত্বক পাওয়ার রহস্য লুকিয়ে ক্লিনজিং , টোনিং, ময়েশ্চারাইজিংয়ে। প্রথমেই ক্লিনজিং , ত্বকের জন্য এর গুরুত্ব অনেক । নিয়মিত মুখ পরিষ্কার কমবেশি সকলেই করেন। কিন্তু এটি করার সময় বেশ কিছু সাধারণ ভুল করি আমরা। সর্বপ্রথম মাথায় রাখুন, নোংরা হাতে মুখ পরিস্কার করবেন না। খুব ঠান্ডা বা খুব গরম জলে মুখ ধোয়া চলবে না । মুখ ধোয়ার সময় জোরে ঘষবেন না। এতে ত্বকে চাপ পড়ে ফলে হিতে বিপরীত হতে পারে। চেষ্টা করুন আলতো হাতে মুখ ধুতে। শুকনো মুখে ফেস ওয়াশ লাগাবেন না। আগে খানিকটা জল দিয়ে মুখ ভিজিয়ে তারপর ফেস ওয়াশ প্রয়োগ করুন। মুখ ধোয়ার ক্ষেত্রে সর্বদা ঈষৎ উষ্ণ জল ব্যবহার করুন। ৬০ সেকেন্ডের কম মুখ ধোয়া চলবে না । দিনে তিন থেকে চার বারের বেশি মুখ ধোবেন না। মুখ পরিস্কার করার পর অনেকেই ময়েশ্চারাইজার দেন না এটাই ভুল করেন । ক্লিনজিং এর পর অবশ্যই ভাল করে ত্বকে ময়েশ্চারাইজার প্রয়োগ করুন।