Virat Kohli Car: ডিজেল গাড়িতে পেট্রোল ভরেছিলেন বিরাট!
Virat Kohli: বিরাট কোহলির গ্যারাজে শোভা পায় পোর্শে, অডি, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, বেন্টলের মতো বিলাসবহুল গাড়ি। তিনি বলেছেন, একবার তিনি তাঁর এক ডিজেল গাড়িতে ভুল করে পেট্রোল ভরিয়েছিলেন।
বিরাট কোহলির গ্যারাজে শোভা পায় পোর্শে,অডি,বিএমডব্লিউ,রেঞ্জ রোভার,বেন্টলের মতো বিলাসবহুল গাড়ি। একটা সময় স্পোর্টস কার ভীষণ পছন্দ ছিল। লোক দেখানো গাড়ির চেয়ে ফ্যামিলি কার বেশি পছন্দ কোহলির। যে কারণে গ্যারাজে থাকা বহু গাড়ি বিক্রি করে দিয়েছেন। বিরাট তাঁর রোজগারের টাকা দিয়ে প্রথম টাটা সাফারি গাড়ি কিনেছিলেন। গাড়িটি নিয়ে পথে নামলে লোকে হাঁ করে তাকিয়ে থাকত। সেসব বেশ উপভোগ করতেন দিল্লি বয় বিরাট। প্রথম বার গাড়ি কিনে বেশ ঝামেলাতেও পড়েছিলেন বিরাট। কেরিয়ারের শুরুর দিকে গাড়ি কেনার প্রবল শখ ছিল বিরাটের। বিরাট তাঁর প্রথম গাড়ি কেনার অভিজ্ঞতার বিষয়ে বলেন,’প্রথম গাড়ি যেটা কিনেছিলাম সেটা ছিল সাফারি। সেইসময়ে সাফারি এমন একটা গাড়ি ছিল যা রাস্তায় নামলে লোকে নিজের থেকেই সরে দাঁড়াতেন। সাফারি নেওয়ার পিছনে এটাই ছিল অনুপ্রেরণা। সাফারি গাড়ি থাকা মানে স্ট্যাটাস বেড়ে যাওয়ার মতো’। বিরাট একটি মজার ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন,’প্রথম বার গাড়ি কিনে ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম। সেটা ছিল ডিজেল কার। সিস্টেম লাগিয়ে আমরা গাড়ি নিয়ে ঘুরছিলাম। তারপর আমার ভাই গাড়ি নিয়ে তেল ভরাতে গেল। পেট্রোল পাম্পে গিয়ে শুধু বলে,ট্যাঙ্কি ভর্তি করে দাও। কী ভরাতে চায় সেটা বলেনি। পেট্রোল পাম্পের লোক ডিজেল কারে পেট্রোল ভরে দিয়েছিল। গাড়ি কিছুটা দূরে গিয়ে আর এগোতে চায় না। ভেবেছিলাম গাড়িটাই হয়তো খারাপ। তারপর ভাইকে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম,ডিজেলের পরিবর্তে পেট্রোল ভরে দিয়েছে। লোকটিকে ডেকে পুরো ট্যাঙ্ক খালি করাতে হয়েছিল’।