Airtel 5G Plus: ৩০ গুণ ইন্টারনেট স্পিড! সত্যি?
High Speed Internet: ৩০ গুণ দ্রুত ইন্টারনেট দিতে পারে এয়ারটেলের 5G প্লাস। উচ্চগতির ইন্টারনেট সব জায়গায় গেমিং ও স্ট্রিমিংয়ের সুযোগ দেয়। কন্টেন্ট ক্রিয়েটরদের অতিদ্রুত কন্টেন্ট তৈরি করে আপলোড করতে সাহায্য করে 5G প্লাস।
৩০ গুণ দ্রুত ইন্টারনেট দিতে পারে এয়ারটেলের 5G প্লাস। উচ্চগতির ইন্টারনেট সব জায়গায় গেমিং ও স্ট্রিমিংয়ের সুযোগ দেয়। কন্টেন্ট ক্রিয়েটরদের অতিদ্রুত কন্টেন্ট তৈরি করে আপলোড করতে সাহায্য করে 5G প্লাস। ভারী ফাইল ডাউনলোড করা, ভিডিয়ো মিট পরিচালনা, 4K ভিডিয়ো আপলোড ও প্যাকেজিং। সবকিছুতে দারুণ কার্যকরী এয়ারটেল 5G প্লাস। প্রিয় কন্টেন্ট 4K রেজোলিউশনে স্ট্রিম করার সুবিধা আছে দ্রুত গতির 5G পরিষেবায়। Airtel 5G প্লাস যোগাযোগ, লাইভ, কাজ, কানেক্টিভিটি ও গেমিং আরও উন্নত করার জন্য প্রস্তুত। ব্যক্তিগত ও পেশাদার দুইক্ষেত্রে এই মোবাইল নেটওয়ার্ক দারুণ অভিজ্ঞতা দেবে। Airtel 5G Plus গেমারদের জন্য নতুন বিপ্লবের সূচনা করেছে। কম-ল্যাগে গেমিং সেশন, কম লেটেন্সি প্লে, দ্রুত ডাউনলোড, উচ্চতর ব্যান্ডউইডথ সব আছে। সুপারফাস্ট গতিতে কোথাও যেতে যেতেই গেম খেলতে পারবেন। হাই ডেফিনিশনে লাইভস্ট্রিম করতে পারবেন। সারা দেশে ৫০০টিরও বেশি শহরে লাইভ হওয়া যাবে। সমগ্র ভারত জুড়ে কন্টেন্ট ক্রিয়েটররা, খেলোয়াড়রা প্রতিযোগিতার সুযোগ পাবেন। বিনোদনের এরকম অভিজ্ঞতা আগে কখনও পাওয়া যায়নি। আনলিমিটেড 5G ডেটা প্ল্যান অফার সহ যাত্রাপথে বড় ভিডিয়ো দেখার সুযোগ । কর্ম দক্ষতাও বাড়িয়ে তোলে। হাইব্রিড ওয়ার্ক স্পেসে স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতির ইন্টারনেট অফার করে। প্রকৃত অর্থেই Airtel 5G Plus একটি গেম-চেঞ্জার।