Summer: আরও কত দিন বইবে ‘লু’?

Summer: আরও কত দিন বইবে ‘লু’?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 16, 2023 | 6:28 PM

আগামী ১৭ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ১৭ তারিখের পর থেকে পরবর্তী দু’দিন পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে

‘লু’-র দাপট আর রোদের তেজে জ্বলছে বাংলা। ৪২ ডিগ্রিতে পানাগড়, ৪১ ছুঁয়ে ফেলেছে বাঁকুড়া,বর্ধমান,সল্টলেক। ৭ বছর পর গ্রীষ্মে চল্লিশে কলকাতা। ২০১৬ সালের পয়লা মে-র পর বৃহস্পতিবারই প্রথম ৪০ ডিগ্রির ঘরে আলিপুরের তাপমাত্রা। আগামী ১৭ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ১৭ তারিখের পর থেকে পরবর্তী দু’দিন পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। তাপপ্রবাহের কারণে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কমলা সতর্কতা জারি থাকবে। তবে এখনও কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম। বঙ্গোপসাগর থেকে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে না। তার জেরেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে না। অতিরিক্ত গরমের কারণে রাজ্য সরকার গরমের ছুটিও এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এ বার ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। ‘লু’ থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি সতর্কতাও জারি করেছেন আবহাওয়াবিদরা। দুপুর ১২ টার পর থেকে রাস্তায় বের হতে বারণ করা হয়েছে।