Rekha News: প্রেম ও সন্তান নিয়ে জানালেন রেখা
রহস্যময়ী সুন্দরী রেখা ৬৯ বছরে পড়লেন। তাঁর জীবন গল্পের মতো রহস্যময়। প্রতি মুহূর্ত মোড়া রহস্যে। ভক্তদের তাঁকে নিয়ে আগ্রহ একরত্তিও কমেনি। ভক্তরা জানতে চায় তাঁর মনের মণিকোঠায় কে?
রহস্যময়ী সুন্দরী রেখা ৬৯ বছরে পড়লেন। তাঁর জীবন গল্পের মতো রহস্যময়। প্রতি মুহূর্ত মোড়া রহস্যে। ভক্তদের তাঁকে নিয়ে আগ্রহ একরত্তিও কমেনি। ভক্তরা জানতে চায় তাঁর মনের মণিকোঠায় কে? অতীতে বিয়ে করেন রেখা। পাত্র ব্যবসায়ী মুকেশ আগরওয়াল। ১৯৯০ এ বিয়ে হয় রেখা ও মুকেশের। বিয়ের ৭ মাসেই আত্মঘাতী হন মুকেশ। সেই শোক কেটেছে। আবার মনের মানুষের খোঁজে রেখা। এক সাক্ষাৎকারে সুন্দরী রেখা বলেন তিনি প্রেমে পড়তে রাজি। তাঁকে নিজের মনঃসংযোগ দেবেন রেখা। খাবার বানাবেন, পোশাক বদলাতে সাহায্য করবেন।
প্রেমিকের জন্য লাঞ্চ তৈরি তাঁকে পৌঁছে দেবেন। তবে কি মনের মানুষের থেকে কোনও সন্তান? সন্তান প্রসঙ্গে রেখা বলেন সন্তান তাঁর না পসন্দ। সন্তান হলে অন্য দিকে নজর দিতে পারবেন না। কারণ সন্তান হলে সেই হবে সবচেয়ে প্রিয়। সেক্ষেত্রে প্রেমিকের সঙ্গে অন্যায় করা হবে।
তিনি চান মনে প্রাণে তাঁর মনের মানুষকে পুরো ফোকাসটা দিতে। তবে ৬৯ বছর বয়সে স্মৃতিমেদুর রেখার এই কথাগুলো যেন পুরনো গানের লিরিক। ম্যায় অউর মেরি তনহাই অকসর কুছ বাতে করতে।

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!

'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন

কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু

'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
