Tarapith Mandir: গর্ভগৃহ থেকে সরানো হল মা তারাকে

Tarapith Mandir: গর্ভগৃহ থেকে সরানো হল মা তারাকে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 21, 2023 | 4:24 PM

আজ থেকে মা তারাকে মুল গর্ভগৃহে পুজো করা যাবে না। মন্দিরের পাশে চন্দ্রচূড় বৈরভ মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো করা হবে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কাজ করার কারনে মন্দির কমিটির এই সিদ্ধান্ত। সোমবার ভোরে চন্দ্রচূড় ভৈরব মন্দিরের মা তারাকে অধিষ্ঠিত করে মঙ্গল আরতি করা হবে। সেখানেই পূর্ন্যার্থীরা মা তারাকে পুজো দিতে পারবেন।

আজ থেকে মা তারাকে মুল গর্ভগৃহে পুজো করা যাবে না। মন্দিরের পাশে চন্দ্রচূড় বৈরভ মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো করা হবে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কাজ করার কারনে মন্দির কমিটির এই সিদ্ধান্ত। সোমবার ভোরে চন্দ্রচূড় ভৈরব মন্দিরের মা তারাকে অধিষ্ঠিত করে মঙ্গল আরতি করা হবে। সেখানেই পূর্ন্যার্থীরা মা তারাকে পুজো দিতে পারবেন। পরপর পাঁচ দিন সেখানেই মা তারা অধিষ্ঠিত থাকবেন। আগামি শুক্রবার অর্থ্যাৎ ২৫ আগস্ট সন্ধ্যায় ফের মা তারাকে মুল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে আসা হবে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, করোনা মহামারীর কারনে বিগত কয়েক বছর মন্দিরের ভিতরের অংশ সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে প্রচুর পূর্ন্যার্থীর সমাগম হয়। বর্তমানে রেলের কাজ চলায় তারাপীঠে লোকজনের সংখ্যা কম। সেই সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের ভিতরের অংশ সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে । তবে যেসব পূর্ন্যার্থীরা তারাপীঠে আসবেন তাদের পুজো দিতে যাতে কোন অসুবিধা না হয় সেদিক লক্ষ রেখে চন্দ্রচুর ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

Published on: Aug 21, 2023 03:33 PM