AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুহূর্তে জালিয়াতি ধরবে Reserve Bank Of India, এল নতুন Application!

মুহূর্তে জালিয়াতি ধরবে Reserve Bank Of India, এল নতুন Application!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 03, 2025 | 2:59 PM

Share

Reserve Bank of India: এবার আপনার নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনে রিয়েল টাইমে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে, মূলত ক্রিপ্টোকারেন্সি ও গেমিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে টাকার লেনদেনের উপর রাশ টানা সহজ হবে।

চালু হল এনসিপিআই ভারত বিল পে বা NBBL-এর নতুন প্ল্যাটফর্ম ‘ব্যাঙ্কিং কানেক্ট’। সহজ কথায় এবার আপনার নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনে রিয়েল টাইমে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে, মূলত ক্রিপ্টোকারেন্সি ও গেমিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে টাকার লেনদেনের উপর রাশ টানা সহজ হবে।

জানা গিয়েছে, এই প্ল্যাটফর্মে এমন ব্যবস্থা রয়েছে যা যে কোনও সন্দেহজনক লেনদেনকে ট্র্যাক করতে পারে। আর এর ফলে, কমবে একাধিক জালিয়াতি। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে, কেউ যদি ওটিপি শেয়ার করেন তাহলে কিন্তু বাঁচার উপায় নেই। আসলে প্রযুক্তির মাধ্যমে এই মুহূর্তে আপনি সুরক্ষিত। কিন্তু সব শেষে আপনার সচেতনতাই আসল।

Published on: Dec 03, 2025 02:58 PM