AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajanya Haldar Debut Film: তিলোত্তমাদের নিয়ে ছবির জের, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

Rajanya Haldar Debut Film: তিলোত্তমাদের নিয়ে ছবির জের, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

TV9 Bangla Digital

| Edited By: জয়িতা চন্দ্র

Updated on: Oct 01, 2024 | 1:15 PM

Share

Agamani Film: ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মুক্তি পেতে চলেছে এটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, নাম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। ছবিটির মুখ্যচরিত্রে অভিনয় করবেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। পরিচালনায় তৃণমূলেরই আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী। ছবিটির পোস্টর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু বিতর্ক। রাজন্যার কথায়, "কোনও ন্যারেটিভ সেট করার বিষয় নেই। কোনও তদন্তের বিষয়, বিচার ব্যবস্থা বা কোনও তথ্যের সঙ্গেও কোনও যোগসূত্রই নেই এই ছবির।"

রাজন্যার ছবি নিয়ে বিতর্ক
২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মুক্তি পেতে চলেছে এটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, নাম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। ছবিটির মুখ্যচরিত্রে অভিনয় করবেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। পরিচালনায় তৃণমূলেরই আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী। ছবিটির পোস্টর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু বিতর্ক। রাজন্যার কথায়, “কোনও ন্যারেটিভ সেট করার বিষয় নেই। কোনও তদন্তের বিষয়, বিচার ব্যবস্থা বা কোনও তথ্যের সঙ্গেও কোনও যোগসূত্রই নেই এই ছবির।”

সাসপেন্ড রাজন্যা প্রান্তিক
তবে ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হতেই তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকে। যাদবপুর ডায়মন্ডহারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি পদ থেকে সাসপেন্ড করা হল রাজন্যা হালদারকেও।

বিস্ফোরক রাজন্যা
ওদিকে সাসপেনশনের পর চুপ নেই রাজন্যাও। টিভিনাইন বাংলাকে তাঁর প্রতিক্রিয়া, “আমি চুরি করিনি, আমার বাড়িতে টাকা পাওয়া যায়নি, আমি জেলে যাইনি। আমায় ইডি সিবিআই ডাকেনি, আমি দলবিরোধী কাজ করিনি। দল যা মনে করেছে তাই সিদ্ধান্ত নিয়েছে। ছবিটি মুক্তি পাবে। সবাইকে অনুরোধ করব ছবিটি দেখার জন্য।”

ডেটিং অ্যাপে হৃতিক
সাবা আজাদের সঙ্গে সম্পর্ক! তাও নাকি ডেটিং অ্যাপে রয়েছেন হৃতিক রোশন। সম্প্রতি এমনই এক তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁর কথায় রায়া নামক এক ডেটিং অ্যাপ ব্যবহার করেন হৃতিক। তিনি এও জানান, সেই অ্যাপের অংশ তিনি নিজেও।

কথা দিলেন নোবেল
মইনুল আহসান নোবেল রাতারাতি জনপ্রিয় হন। যদিও খ্যাতি ধরে রাখতে পারেননি। নিজের কাজের জন্যই হারিয়েছেন। এবার রিহ্যাব থেকে বেরিয়েই জানালেন তিনি নিজেকে একেবারে পাল্টে ফেলবেন। নোবেলের কথায়, ‘অনেক ভুল করেছি। কাউকে এখন দোষারোপ করার কিছু নেই। সব কিছুর জন্য আমিই দায়ী।

বিতর্কে বিবেক
বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক হলেন বিবেক অগ্নিহোত্রী। তিনি জানালেন তাঁর আগামী ছবিটির যিনি নায়ক ছিলেন তাঁকে বাধ্য হয়ে সম্প্রতি বাদ দিয়েছেন। ‘ আমাকে আগের সপ্তাহে আমার ছবির এক মুখ্য অভিনেতাকে বাদ দিতে হল কারণ ওর ম্যানেজার ভীষণ অসভ্য ছিল।

ফারহানের গাড়ি
বলিউড অভিনেতা ফারহান আখতার সম্প্রতি তাঁর পরবর্তী ছবি ‘ 120 বাহাদুর ‘-এর ঘোষণা করেছেন। এবার দিলেন অপর সুখবর। সম্প্রতি তাঁর গাড়ির সংগ্রহে একটি নতুন রত্ন যোগ করেছেন। আর সেটি হল একটি বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ মেবাচ এস-ক্লাস এস ৫৮০।

ভাইরাল বিদ্যা
‘শাঁকচুন্নি…..’ দিয়ে শুরু করেই বাছা বাছা বাংলা গালাগালি! ভাবছেন হঠাৎ কেন এমন ক্ষেপে গেলেন বিদ্যা বালান? কারণ তিনিই আবার ফিরছেন ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজে। মুক্তি পেল ছবির টিজার। আর সেখান থেকেই ভাইরাল তাঁর সংলাপ।

দেবের জবাব
প্রতিবাদে সামিল দেব। তবে কেন পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা? দেব বললেন,’সিনেমা প্রতিবাদের ভাষা থেকে আলাদা নয়। নতুন সিনেমা আসছে মানে কাউকে প্রতিবাদ করতে নিষেধ করছি না। পুজোর এই সময়টা অনেক মানুষের কাছে রোজগারের সময়।

Published on: Sep 27, 2024 11:22 PM