Rinku’s Son Death: দু’মাস পরই বিয়ে হত রিঙ্কুর ছেলের, কী বলছে পরিবার?
রিঙ্কু-পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পরই কারণ ঘিরে ছড়ায় ধোঁয়াশা। উঠে আসে নিউরো সমস্যার প্রসঙ্গ, চলছিল ওষুধও, তবে নিয়মিত নিতেন না বলে জানিয়েছেন রিঙ্কু দেবী। মৃত্যুর পর নিউটাউনের এক হাসপাতাল হয়ে দেহ পাঠানো হয় আরজি কর মেডিকেলে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের অনুমান—Acute Hemorrhagic Pancreatitis থেকেই মৃত্যু। দেহে কোনও আঘাতের চিহ্ন বা ‘ফাউল প্লে’-এর ইঙ্গিত মেলেনি। আত্মহত্যার […]
রিঙ্কু-পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পরই কারণ ঘিরে ছড়ায় ধোঁয়াশা। উঠে আসে নিউরো সমস্যার প্রসঙ্গ, চলছিল ওষুধও, তবে নিয়মিত নিতেন না বলে জানিয়েছেন রিঙ্কু দেবী। মৃত্যুর পর নিউটাউনের এক হাসপাতাল হয়ে দেহ পাঠানো হয় আরজি কর মেডিকেলে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের অনুমান—Acute Hemorrhagic Pancreatitis থেকেই মৃত্যু। দেহে কোনও আঘাতের চিহ্ন বা ‘ফাউল প্লে’-এর ইঙ্গিত মেলেনি। আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অসুস্থতাই মূল কারণ বলেই মনে করা হচ্ছে। এবিষয়ে কী বলছে রিঙ্কুর প্রথম পক্ষের শ্বশুরবাড়ির আত্মীয়রা। দেখুন ভিডিয়ো
Published on: May 13, 2025 08:39 PM