Rule For Truck Drivers: লুঙ্গি পরে গাড়ি চালালে দিতে হবে জরিমানা!
গাড়ি চালানোর ক্ষেত্রে এসেছে একাধিক নিয়ম। বাণিজ্যিক গাড়ি চালালেও মানতে হবে সেই নিয়ম। মোটর ভেহিকেল আইন না মানলে দিতে হবে জরিমানা। ঠিকঠাক পোশাক না পরলেও দিতে হবে জরিমান। ১৭৯ ধারা অনুযায়ী, যথাযথ পোশাক না পরে গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা।
গাড়ি চালানোর ক্ষেত্রে এসেছে একাধিক নিয়ম। বাণিজ্যিক গাড়ি চালালেও মানতে হবে সেই নিয়ম। মোটর ভেহিকেল আইন না মানলে দিতে হবে জরিমানা। ঠিকঠাক পোশাক না পরলেও দিতে হবে জরিমান। ১৭৯ ধারা অনুযায়ী, যথাযথ পোশাক না পরে গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা। গাড়ি চালেতে গেলে শার্ট বা টি-শার্ট এবং জুতো পরতে হবে। পূর্ণ দৈর্ঘ্যের ট্রাউজার পরেও গাড়ি চালাতে পারবেন। বাণিজ্যিক গাড়ির চালানোর জন্য এই নিয়ম মানতে হবে। অনেকেই গাড়ি চালান লুঙ্গি বা হাফ প্যান্ট পরে। এইভাবে গাড়ি চালালে জরিমানা হবে ২০০০ টাকা। বাস চালক হোক বা ক্যাব চালক সলাইকে এই নিয়ম মানতে হবে। অনেক জায়গাতে এই নিয়ম কঠোর ভাবে মানা হচ্ছে। উত্তর প্রদেশের অনেকে ট্রাক চালকরা লুঙ্গি পরে ট্রাক চালান। পুলিশ অনেক চালককেই জরিমানা করেছেন এই জন্য। অনেকেই চটি বা চপ্পল পরে বাইক চালান। চটি পরে টু হুইলার চালালে দিতে হবে ১০০০ টাকা জরিমানা।