Fine for Smoking In Japan: ধূমপানের জন্য জরিমানা ৮.৯ লক্ষ!

Fine for Smoking In Japan: ধূমপানের জন্য জরিমানা ৮.৯ লক্ষ!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Apr 02, 2023 | 2:27 PM

Japan News: জাপানের ওসাকায় এক সরকারি কর্মী অফিস চত্বরেই ধূমপান করতেন। যদিও জাপানে অফিস চত্বরে ধূমপান নিষিদ্ধ হয়েছে বছর খানেক আগে। এরপরই ওই ব্যক্তি বিপুল অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েন।

জাপানের ওসাকায় এক সরকারি কর্মী অফিস চত্বরেই ধূমপান করতেন। যদিও জাপানে অফিস চত্বরে ধূমপান নিষিদ্ধ হয়েছে বছর খানেক আগে। তা সত্ত্বেও নিজের অভ্যাসের পরিবর্তন করেননি ৬১ বছরের ওই ব্যক্তি। অভিযোগ গত ১৪ বছরে সাড়ে ৪০০০ এর বেশি বার তিনি ধূমপান করেছেন । এরপরই ওই ব্যক্তি বিপুল অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েন। নিষেধাজ্ঞা ভঙ্গ করে ধূমপানের জন্য তাঁকে ১৪ লক্ষ ৪০ হাজার ইয়েন জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৯ লক্ষ টাকা এই অঙ্ক। ওই জাপানি ব্যক্তি ওসাকায় সরকারি পদে কর্মরত ছিলেন। কাজের সময়েই ধূমপান করতেন। নিষেধ সত্ত্বেও দিনের পর দিন এভাবেই ধূমপান করে গেছেন বলে অভিযোগ। ওসাকা প্রশাসন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তিনি ছাড়া আরও ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক জরিমানা ছাড়াও আগামী ৬ মাস তাঁদের মাইনে থেকে ১০% বেতন কেটে নেওয়া হবে। ২০১৯ সালে জাপান সরকার অফিসে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করে। অফিস, স্কুলের মতো স্থানে ধূমপান করা যাবে না বলে জানানো হয়। তারপরও দিনের পর দিন ওই ব্যক্তি লুকিয়ে ধূমপান করেছেন এতেই শাস্তির মুখে ওই ব্যক্তি। ২০১৯ সালে এ রকমই ঘটনা ঘটেছিল ওসাকার এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। তাঁর মাইনে কেটে নেওয়া হয়েছিল কাজের মধ্যে একাধিক বার ধূমপান বিরতি নেওয়ায়।