Pakistani Bridal Makeup: কী আছে পাকিস্তানের ব্রাইডাল মেকআপে?

Pakistani Bridal Makeup: কী আছে পাকিস্তানের ব্রাইডাল মেকআপে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 02, 2023 | 4:44 PM

বিয়ে নিয়ে সব মেয়ের দীর্ঘদিনের জল্পনা থাকে। স্বপ্নের এই দিনের সাজ কেমন হবে, মেকআপ কেমন হবে, কী রঙের পোশাক পরবেন খোঁজ চলে। নেটে বেশ কিছুদিন ধরেই হিট পাকিস্তানের ব্রাইডাল মেকআপ ট্রেন্ড।

বিয়ে নিয়ে সব মেয়ের দীর্ঘদিনের জল্পনা থাকে। স্বপ্নের এই দিনের সাজ কেমন হবে, মেকআপ কেমন হবে, কী রঙের পোশাক পরবেন খোঁজ চলে । খোঁজ চলে শহরের সেরা মেকআপ আর্টিস্টের। নেটে বেশ কিছুদিন ধরেই হিট পাকিস্তানের ব্রাইডাল মেকআপ ট্রেন্ড। শুধু সেই দেশেই নয়, বাইরের দেশেও জনপ্রিয় এই ব্রাইডাল মেক ওভার । পাকিস্তানে মেয়েরা বিয়েতে লাল রঙের লেহঙ্গা বেছে নেন। সেই লাল রঙের মধ্যে থাকেও উজ্জ্বলতা। লাল-সোনালি কম্বিনেশনে তৈরি শাড়িই তাদের প্রথম পছন্দ। অনেকে সোনালি রঙের লেহঙ্গাও পরেন। এমন লেহঙ্গার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে তাঁরা স্মোকি আইজ করেন। স্মোকি আইজ আর কালো আইলাইনারের জাদুতেই লাগে সবচেয়ে বেশি সুন্দর। ভারতীয় মেয়েরা বিয়েতে কালো কিংবা ব্রাউন ছাড়া অন্য কোনও কাজল পরেন না। পাকিস্তানে বিয়ের কনেরা লাল, সবুজ, হলুদ, নীল নানা রঙের কাজল ব্যবহার করেন । প্যাস্টেল শেডের লেহঙ্গাতেও একটা ঝকঝকে ব্যাপার থাকে। সঙ্গে স্টোন সেটিং ভারী কাজের গয়নাও থাকে। ন্যুড শেডের লিপস্টিক আর স্মোকি আইজ হলে অন্য কোনও কিছুর প্রয়োজন পড়ে না। পাকিস্তানে কনেরা ঠিক এই নিয়মটিই মেনে চলেন। এতে একটা ড্রামাটিক টাচও তৈরি হয় । মিনিমালিস্ট ব্রাইডাল মেকআপ এখন ট্রেন্ডিং। পাকিস্তানেও চলছে এই ট্রেন্ড। হালকা মেকআপের পর গয়না আর পোশাকের সঙ্গে সাযুজ্য আনতে তাঁরা গ্লিটার ব্যবহার করেন। এই সব কিছুর মেলবন্ধনেই চোখ ফেরানো যায় না ব্রাইডদের থেকে।