ট্রাম্পের পর্দাফাঁস পুতিনের! কী বলে দিলেন দেখুন…
Vladimir Putin: যেখানে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্পের এত আপত্তি, শুল্ক চাপিয়ে জ্বালানি কেনা বন্ধ করতে চাইছে, সেখানেই আমেরিকা নিজে কিন্তু রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেনা বন্ধ করেনি! এ কথা বললেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন।
এ কেমন দ্বিচারিতা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর্দা ফাঁস করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। যেখানে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্পের এত আপত্তি, শুল্ক চাপিয়ে জ্বালানি কেনা বন্ধ করতে চাইছে, সেখানেই আমেরিকা নিজে কিন্তু রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেনা বন্ধ করেনি! এ কথা বললেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, “আমেরিকা নিজেদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য পরমাণু জ্বালানি কেনে আমাদের থেকে। সেটাও তো জ্বালানি। শক্তি। আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলিকে সচল রেখেছে ইউরেনিয়াম। যদি আমেরিকার আমাদের কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতকে কেন সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে?”
