‘ফুল ফুটবে…কিন্তু সরষে ফুল’, কেন বললেন সজল
বাংলার ভোটের আর খুব বেশিদিন বাকি নেই। সব দলই পুরোদমে ময়দানে নেমে পড়েছে। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বাংলার কোথাও ঘাসফুল ফুটবে না। ফুটবে সরষে ফুল। বিজেপির সাফল্যে তৃণমূল চোখে সরষে ফুল দেখবে বলে মন্তব্য করেছেন তিনি। সজলের দাবি, গার্ডেনরিচ, তপসিয়ার মতো কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র বিজেপিই জিতবে।
বাংলার ভোটের আর খুব বেশিদিন বাকি নেই। সব দলই পুরোদমে ময়দানে নেমে পড়েছে। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বাংলার কোথাও ঘাসফুল ফুটবে না। ফুটবে সরষে ফুল। বিজেপির সাফল্যে তৃণমূল চোখে সরষে ফুল দেখবে বলে মন্তব্য করেছেন তিনি। সজলের দাবি, গার্ডেনরিচ, তপসিয়ার মতো কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র বিজেপিই জিতবে। একইসঙ্গে এসআইআর নিয়েও তৃণমূলকে একহাত নেন তিনি। সজল বলেন, দেশে থাকবে আর দেশের নিয়ম মানবে না, তা কী করে হয়।
Published on: Jan 04, 2026 01:25 AM

