Salman Khan Fitness: ৫৭ বছরেও কীভাবে এত ফিট সলমন, রহস্য ফাঁস
Salman Khan News: প্রতি বছর ২টি জিনিস গ্রহণ করেন, ২টি জিনিস বর্জন করেন। আর তাতেই নাকি তিনি ৫৭ বছরেও সুপার ফিট সলমন খান। কী সেই জিনিস?
সলমন খানের ফিটনেস নিয়ে ভক্তদের মনে অদম্য কৌতূহল। সলমন খানের বয়স ৫৭ হলেও তাঁকে সিনেমার পর্দায় দেখলে যেন মনে হয় তিনি চির যুবক, তিনি যেন চির তরুণ। সলমন খানের এই দুরন্ত তারুণ্যের রহস্যটা আসলে কী? কী রকম জীবন যাপন করেন বলিউডের ‘ভাইজান’ যার ফলে এমন দুর্দান্ত ফিটনেস ও যৌবন ধরে রাখা যায়? এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বয়ং ‘ভাইজান’ সলমন খান।
নিজেকে ফিট রাখতে ২টি পন্থা অবলম্বন করেন সলমন খান। প্রত্যেক বছর ২টি জিনিস ত্যাগ করেন বলিউডের টাইগার সলমন খান। পাশাপাশি প্রতি বছর ২টি জিনিস গ্রহণও করেন সলমন খান। সলমন জানান এই কাজ করা বেশ কঠিন। তবে সেই ২টি বিষয় কী তা পরিস্কার করে বলেননি সলমন খান। সলমন ও ক্যাটরিনার ছবি টাইগার থ্রি মুক্তি পেয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে এসে এই কথা বলেন সলমন খান।
Latest Videos