Sandipta Sen Marriage: অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ের এক্সক্লুসিভ ছবি
Tollywood News: বিয়ের পিঁড়িতে আরও এক বাঙালি অভিনেত্রী। বয়ে হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। বিয়ের অন্দরমহলের সেই ছবি এবার টিভি নাইন বাংলা ডিজিটালে
অভিনেত্রী সন্দীপ্তা সেন, টানা দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। সেই প্রেম গড়াল ছাদনা তলায়। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়ে চার হাত এক হল। অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ে হল। সন্দীপ্তা সেন তাঁর প্রি-ওয়েডিং শুট থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ের মুহূর্ত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সমস্তটাই। স্বামী নামী ওটিটি প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন টলিপাড়ার একগুচ্ছ তারকা। প্রসেনজিৎ চটোপাধ্যায়, টোটা রায় চৌধুরী থেকে শুরু করে উষসী রায়, আবির চট্টোপাধ্যায় প্রমুখ তাবড় তাবড় তারকারা। শীতের বৃষ্টিভেজা সন্ধ্যায় মহিলা পুরোহিতের উপস্থিতিতে আইবুড়ো নাম ঘোচালেন সন্দীপ্তা। বিয়ের অনুষ্ঠানের পৌরহিত্য করলেন মহিলা পুরোহিতরা। সোশ্যাল মিডিয়ায় বয়ে গেল হাজার হাজার শুভেচ্ছা বার্তার বন্যা।
